Wednesday 24 April, 2024

For Advertisement

কোম্পানীগঞ্জে আ.লীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা, ককটেল হামলা

20 April, 2021 11:17:34

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সমর্থিত এক ইউপি সদস্য ও এক ছাত্রলীগ নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।

সোমবার রাত সাড়ে ১০টায় মেয়র কাদের মির্জার অনুসারীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মো. জামাল হোসেন।

তিনি বলেন, একই সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর ও এক সাংবাদিকের ঘরেও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দুজনকে আহত করার প্রতিবাদে ডাকা কর্মসূচিস্থলে কাদের মির্জার অনুসারীরাও কর্মসূচির ডাক দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়।

আজ মঙ্গলবার সকাল ১০টায় চরকাঁকড়া ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদসভার ডাক দিয়েছে চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ।

তিনি বলেন, কাদের মির্জার অনুসারীদের হামলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী এবং শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক নুরুজ্জামান স্বপন আহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ডাকা হয়েছে।

অপরদিকে কাদের মির্জা অনুসারী ও তার স্বঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের কথিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন বাদল বলেন, কাদের মির্জার সমর্থক শ্রমিক লীগ নেতা মিজানের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি এবং ফেসবুকে উসকানিমূলক বক্তব্যে এলাকায় ঘোলাটে পরিস্থিতির তৈরি হয়েছে। সমগ্র এলাকায় থেমে থেমে ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, কোম্পানীগঞ্জ থানার পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। এ পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore