
চট্টগ্রামে সংকেত অমান্য: ট্রেন-বাস সংঘর্ষ, নিহত ৩

চট্টগ্রাম নগরীতে রেলের তেলবাহী ওয়াগন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে সংকেত অমান্য করে বাসটি এগিয়ে গেলে ওয়াগনের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে নগরীর ইপিজেড থানার বিমানবন্দর সড়কে মেঘনা অয়েল ডিপোর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত পয়েন্টসম্যান আজিজুল হক(৩০) এবং বাসের দুই যাত্রী আসাদুজ্জামান (৩০) এবং মিটন কান্তি দে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম জানান, রাত সাড়ে ৯টার দিকে তেলবাহী ওয়াগন সড়কের ওপর দিয়ে রেললাইন অতিক্রম করছিল। দায়িত্বরত রেলকর্মী গাড়ি থামার সংকেত দেন। সংকেত অমান্য করে বিমানবন্দর অভিমুখী একটি বাস এগিয়ে যায়। এসময় চলন্ত ওয়াগনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়। পথচারীরা সেখানে কর্তব্যরত রেলের একজন পয়েন্টসম্যানসহ তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এসময় আহত হন আরও ৭ জন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাদের লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: