ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

শেরপুরে ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

13 February 2023, 11:06:01

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে গ্যাস ট্যাবলেট খেয়ে কুলছুম বেগম (৬২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত কুলছুম আমিনপুর পুরাতন কলোনী পাড়ার সাহার উদ্দিনের স্ত্রী।

সোমবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার এস আই মিথুন। তিনি জানান, গৃহবধু দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আর্থিক অভাব অনটনও ছিল। রবিবার সন্ধায় বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে মারা যান।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ খোন্দকার আতাউর রহমান জানান, শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: