Saturday 27 April, 2024

For Advertisement

করোনাভাইরাসে হাতিয়ার শিল্পপতি মাহমুদ আলীর মৃত্যু

16 April, 2021 11:04:05

নোয়াখালীর হাতিয়ার বিশিষ্ট শিল্পপতি মাহমুদ আলী রাতুল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬০ বছর।

বৃহস্পতিবার রাত ১১টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার সকালে তার ব্যক্তিগত সহকারী আলী হায়দার জিসান যুগান্তরকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

বাদ জুমা চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ্ মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা হবে।

মাহমুদ আলী রাতুল নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি চট্টগ্রামের তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান জেএমএস গ্রুপের মালিক।

মার্চের শেষ সপ্তাহে চট্টগ্রামে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ৩০ মার্চ নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।

এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসা থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ২ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গতকাল বৃহস্পতিবার না ফেরার দেশে চলে গেলেন তিনি।

মাহমুদ আলী রাতুল স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore