
বিএনপির সমাবেশের দিন সিলেটে বাস ধর্মঘট

সিলেটে বিএনপির সমাবেশের দিন শনিবার বাস ধর্মঘটের ডাক দিয়েছে মালিক সমিতি। শনিবার সকাল ৬টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ। তিনি দাবি করেন, এ ধর্মঘটের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ ধর্মঘট ডাকা হয়েছে।
জিয়াউল কবির বলেন, সিএনজিচালিত অটোরিকশায় গ্রিল সংযোজন, রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কিছুই জানায়নি। তাই বাধ্য হয়ে প্রতীকী ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে পরিবহণ মালিকদের একটি সূত্র দাবি করেছে, বিএনপির সমাবেশের দুদিন আগে থেকে ধর্মঘট ডাকতে মালিক ও শ্রমিক নেতাদের ওপর চাপ ছিল।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: