Sunday 19 May, 2024

For Advertisement

বান্দরবানের তিন উপজেলায় আরো ৪ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা

12 November, 2022 11:12:54

যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় বান্দরবানের রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় দেশি-বিদেশি পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরো চারদিন বাড়ানো হয়েছে।

তবে এই তিনটি উপজেলা ছাড়া জেলা সদরসহ অন্য উপজেলাগুলোতে যাতায়াতে কোনো বাধা নেই।

বান্দরবানের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে ১৬ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।

গত ১৮ অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা চলছে।

এ নিয়ে ষষ্ঠ দফায় মেয়াদ বাড়ানো হয়েছে।
শনিবার ১২ ডিসেম্বর জারি করা এই গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস বিরোধী অভিযান চলমান থাকায় বাংলাদেশ সেনাবাহিনী বান্দরবান রিজিয়ন সদর দপ্তরের অনুরোধের পরিপ্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে মেয়াদ বাড়ানো হয়েছে।

এদিকে টানা এক মাস পর্যটক যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে পর্যটন সম্ভাবনাময় বান্দরবান পার্বত্য জেলায় আবাসন, রেস্টুরেন্ট এবং গাড়ি ব্যবসায় ধস নেমেছে।

বান্দরবান জেলা হোটেল-রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার বলেন, তিনটি উপজেলায় পর্যটক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি হলেও গণবিজ্ঞপ্তির অস্পষ্টতার কারণে পর্যটকরা বিভ্রান্ত হয়ে বান্দরবান ভ্রমণ বন্ধ রেখেছেন। এর ফলে তাদের ব্যবসা প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore