Wednesday 24 April, 2024

For Advertisement

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ

29 March, 2021 12:56:30

যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবারহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

রোবার রাত ১১টা থেকে জেলা শহরে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ গ্রাহকদের মাঝে পাইপের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে থাকে।

ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার বাসিন্দা শামিমা বেগম যুগান্তরকে বলেন, রোববার রাত ১১টার দিকে পানি গরম করতে গেলে গ্যাসের চুলায় আগুন ধরাতে গিয়ে দেখি গ্যাস নেই। গ্যাস না থাকায় খুব সমস্যায় আছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. রবিউল বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে শহরে গ্যাস সরবরাহ আপাতত বন্ধ আছে। কখন গ্যাস সরবরাহ শুরু হবে, তা এখনও বলা যাচ্ছে না।

তবে তারা দ্রুত গ্যাস সরবরাহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore