সিলেটেও করোনার ভয়াবহতা, একদিনে সর্বোচ্চ মৃত্যু
আবারও সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। আজ বুধবার (১৪ জুলাই) সকাল আটটার পূর্ববর্তী এ ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৩৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর এ সময়ে করোনা থেকে মুক্তি পেয়েছেন ২৪১ জন।
জানা যায়, সবচেয়ে বেশি শনাক্ত সিলেট জেলায়। এ জেলায় ২৬৯ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ৯৮ জন এবং মৌলভীবাজারে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সবমিলিয়ে করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত বিভাগের চার জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৯১ জনে। এদের মধ্যে মোট সুস্থ হয়ে উঠেছেন ২৫ হাজার ৬১৮ জন, আর মৃত্যু হয়েছে ৫৩৪ জনের।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া ও পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত কোভিট-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় বিভাগের চার ল্যাবে ১০৪৩ জনের নমুনা পরীক্ষা করে ৪৩৩ জনের পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০ দশমিক ০৫ শতাংশ।
এদিকে বিশ্বজুড়ে করোনা মহামারিতে ২৪ ঘণ্টায় নতুন সাড়ে ৮ হাজার ১৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিতে মোট প্রাণহানি ৪০ লাখ ৭৪ হাজার ছাড়াল। এদিকে গেল ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে ৫ লাখ ১২ হাজার ৬৯৩ জন। বিশ্বজুড়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৯৭৯ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল ৮টার এ তথ্য পাওয়া যায়।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: