
নোয়াখালিতে অসহায় একটি পরিবারকে কুপিয়ে হত্যা চেষ্টাঃ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নোয়াখালির সোণাইমুড়ি উপজেলার বজরা ইসলাম্পুরের বদরপুর গ্রামের মফিজ মাষ্টারের বাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে গত কাল শুক্রবার আনুমানিক রাত ১১ টার দিকে একই পরিবারের শিশু সহ মোট ৬ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় এবং তাদের বাড়ীঘর লুট করে।
গ্রামবাসির বরাত দিয়ে জানা যায় ভুক্তভুগী পরিবারের পাশের বাড়ির কামাল নামে তাদের এক চাচা দীর্ঘদিন যাবৎ ঐ দরিদ্র এতিম পরিবারের সম্পত্তি দখলের বিভিন্ন চেষ্টা করে।কিন্তু বারবারই তাদের চেষ্টা বিফল হয়।এতে ক্ষিপ্ত হয়ে প্রায়ই তাদের উপর হামলা চালায় কামাল ও তার ৬ ছেলে। পরিবারটি দরিদ্র হওয়ায় তাদের উপর এরকম জমি দখলের চেষ্টা করে।
পূর্বপ্রস্তুতি অনুযায়ী গতকাল রাতে মিথ্যা অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী পরিবারের এক পুত্র সন্তানের জননী স্বামী পরিত্যাক্তা শারমিনকে (২৩) কামালের বড় ছেলে জুয়েল ও তার স্ত্রী কাঠ ও রড দিয়ে বেধড়ক আঘাত করে একপর্যায়ে শারমিন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
তাকে বাঁচাতে আসলে তার ভাই আরমান (২৩), ঈমন (১৮) ও তার মাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে কামাল ও তার ৬ সন্তান। পরে তাদের ঘরে ঢূকে লুটপাট করে নহদ অর্থ ও পুত্রবধু সোনিয়া (১৯) ইজ্জত হরনের চেষ্টা করে।
এই কামালের ৬ ছেলে এলাকায় বিভিন্ন রকম অপকর্মে লিপ্ত আছেন। তারা এতটাই প্রভাবশালী যে, তারা মানুষের জোরপূর্বক জমি দখল সহ মাদক ব্যাবসার সাথে সরাসরি জড়িত। ঐ ঘটনার পর থেকে তাদের ঘর থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ শনিবার সোনাইমুড়ী থানায় মামলা দায়ের করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কামাল ও তার পুরো পরিবার পলাতক রয়েছে।
পরিবারটি অসহায় ও ভীত হয়ে অসহায়ের মত পড়ে থেকে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: