ড্রাই বা ওয়েলি স্কিনের যত্ন নিয়ে আমরা অনেকেই জানি কিন্তু মিশ্র ত্বক নিয়েই আমাদের সব জায়গায় সমস্যায় পড়তে হয়। মিশ্র ত্বকের টি জোন অয়েলি আর বাকি অংশ থাকে ড্রাই। এজন্য কম্বিনেশন স্কিনের যত্নে ঝামেলায় পড়তে দেখা যায় অনেককেই। মিশ্র ত্বকের জন্য কিছু প্যাক নিয়ে আজ আলেচনা করা হবে।
মধু লেবুর রস:
মধু ও লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করুন। তারপর ১৫ মিনিট তা মুখে রাখুন। এরপর ধুয়ে ফেলুন। তারপর তাড়াতাড়ি মুখ শুকিয়ে নিন।
দুধের প্যাক:
মধু ও দুধ মিশিয়ে আপনার মুখে লাগান। আর টি জোনে লেবুর রস লাগান। এরপর ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
কমলার খোসা ও দই:
কমলা লেবুর খোসার সাথে টক দই মিশিয়ে প্যাক তৈরি করুন। এরপর মুখে লাগিয়ে ২০ মিনিট পর শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
শসা ও মধু:
শসা গ্রেড করে এ থেকে রস নিয়ে সাথে মধু মেশান। এরপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রাখেন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
কলা ও ডিমের প্যাক:
কলা ম্যাশ করে সাথে ডিমের সাদা অংশ দিয়ে প্যাক বানান। এরপর মুখের যেসব জায়গা ড্রাই থাকে সেখানে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। পরে মুখ ধুয়ে ফেলুন।
গুড়া দুধ:
গুড়া দুধ, শসার রস ও টক দই একসাথে মিশিয়ে পেস্ট করুন। তারপর মুখে লাগিয়ে রাখুন। শুকানোর পর অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
যাদের মিশ্র ত্বক তারা নিজের সুবিধামত এই ফেসপ্যাকগুলোর একটি ব্যবহার করতে পারেন। তবে কোন ফেসপ্যাকই দিনের বেলা ব্যবহার করবেন না। চেষ্টা রাতে সুবিধামত সময়ে ফেসপ্যাক ব্যবহারের।
সূত্র: দ্যা টাইমস অব ইন্ডিয়া