দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি নাগরিক কৃষ্ণাঙ্গ অস্ত্রধারীর হাতে খুন হয়েছেন। দেশটির ফ্রি স্টেইট প্রদেশের জাস্ট্রনে খুন হওয়া বাংলাদেশির নাম হারুন রাহাত।
নোয়াখালী মাইজদী নিবাসী রাহাত দীর্ঘ দিন থেকে কৃষ্ণাঙ্গ পরিবার নিয়ে বসবাস করে আসছিল ওই এলাকায়।
জানা যায়, ব্যবসায়ী রাহাতকে কৃষ্ণাঙ্গরা গুলি করে ঘটনাস্থলেই মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
স্থানীয় বাংলাদেশিদের ধারণা এটি সুস্পষ্ট হত্যাকাণ্ড। ব্যবসায়িক কোন্দলের জের ধরে রাহাতকে খুন করা হয়েছে।
নিহত রাহাতের লাশ স্থানীয় হাসপাতাল মর্গে রয়েছে।