Monday 13 May, 2024

For Advertisement

নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ, অসুস্থ হয়ে হাসপাতালে ৭

27 August, 2023 5:17:57

এক দফা দাবিতে তৃতীয় দিনের মতো নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত অবস্থায় ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্য ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে মিছিল নিয়ে এসে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, নীলক্ষেত থেকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। এরমধ্যে দুজন হেক্সিসল খেয়েছে বলে জানিয়েছে। তবে তাদের অবস্থা আশংকামুক্ত। তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

অসুস্থরা হলেন, বদরুন্নেসা কলেজের অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সোনিয়া আক্তার (২৩), কবি নজরুল কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের তৌকিবুর হাসান বাপ্পি (২৪), ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শাহরিয়ার মাহমুদ অপু (২৪), কবি নজরুলের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের সাদেক বাপ্পি (২৩), তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের মাহবুব প্লাবন (২৩), বাংলা কলেজের অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের রাজিব ইসলাম (২৩) ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ইয়াছিন আলী সাগর (২৫)।

এদের মধ্যে সোনিয়া আক্তার (২৩) ও শাহরিয়ার মাহমুদ অপুকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিক্ষার্থীদের অবরোধের ফলে নীলক্ষেত সড়ক ঘিরে থাকা সবগুলো সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

আন্দোলনে অংশ নেওয়া ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে। কিন্তু আমরা এখনো ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore