Thursday 16 May, 2024

For Advertisement

বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্টারনেট সেবাদানকারী কর্মীর মৃত্যু

18 February, 2023 11:01:05

রাজধানীর বংশালের সিদ্দিক বাজারে ইন্টারনেট লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহ আলম (৩৫) নামে সেবাদানকারী এক কর্মী নিহত হয়েছেন।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শাহ আলমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল ৫টা ৫০ মিনিটে তাকে মৃত্যু ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা (আইএসপিএবি) বনানী ইন্টারনেটের সেবাদানকারী কর্মী ও নিহতের সহকর্মী সোলায়মান, সজীব, শুভ বলেন, নিহত শাহ আলম দীর্ঘদিন ধরে ইন্টারনেটের লাইনের কাজ করে আসছেন। শনিবার বিকেলে বংশালের ফুলবাড়িয়া সিদ্দিক বাজার মোড়ে মইয়ে দাঁড়িয়ে খাম্বাতে ইন্টারনেটের লাইন কানেকশন দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তিনি মই থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

জানা গেছে, নিহত শাহ আলমের বাড়ি ময়মনসিংহ জেলার তারা কান্দা উপজেলায়। তিনি এক ছেলে এক মেয়ের জনক। তিনি বনানী করাইল বস্তিতে থাকতেন।

ঢামেক পুলিশ ক‍্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, বংশাল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মেডিকেলের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বংশাল থানাকে জানানো হয়েছে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore