Friday 17 May, 2024

For Advertisement

কঠোর লকডাউন উপেক্ষা করে মহাসড়কে চলছে দূরপাল্লার বাস!

23 July, 2021 11:45:16

বিধিনিষেধ শিথিলের পর শুক্রবার ভোর ৬টা থেকে আবার ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। কিন্তু দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কঠোর লকডাউন উপেক্ষা করে চলছে দূরপাল্লার যানবাহন।

ADVERTISEMENT

সরেজমিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলতে দেখা গেছে।

এই রুটে চলাচলকারী ঈগল পরিবহনের দৌলতদিয়ার দায়িত্বরত ঘাট সুপারভাইজার ভরত মন্ডল যুগান্তরকে বলেন, আমাদের রাতের কিছু গাড়ি পাটুরিয়া প্রান্তে এখনও পারের অপেক্ষায় আটকে আছে। রাতে গাড়িগুলো ফেরিতে পার হতে পারেনি। তবে দুপুর ১২টা পর্যন্ত গাড়িগুলো পার করে কঠোর লকডাউন শুরু করতে পারবে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন যুগান্তরকে বলেন, সরকারের জারি করা নির্দেশ রাতেই পেয়েছি। তবে বৃহস্পতিবার রাতে আটকে থাকা যানবাহনগুলোকে পারাপার করা হচ্ছে। এগুলো পারাপার শেষ হলেই কঠোর লকডাউনের নির্দেশনা মেনে নিয়ম অনুযায়ী গাড়ি পারাপার করা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore