Saturday 18 May, 2024

For Advertisement

বড় হারে এক ম্যাচ আগেই সিরিজ খোয়ালো টাইগাররা

3 March, 2023 8:02:06

রান তাড়া করতে নেমে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। পরে সাকিব-তামিম মিলে চাপ সামলে নিলেও দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেননি। মিরপুরে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ১৩২ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা। তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ইংল্যান্ড।

৩২৭ রানের জবাবে ব্যাট করতে নেমে স্যাম কুরানের করা প্রথম ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। শূন্য রানেই ফিরে যান ওপেনার লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। এরপর তৃতীয় ওভারে বল করতে এসে আরও একটি তুলে নেন কুরান। ব্যাট হাতে ৫ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম।

মাত্র ৯ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন ওপেনার তামিম ইকবাল ও অলরাউন্ডার সাকিব আল হাসান। এ সময় দুজন মিলে গড়েন ৭৯ রানের জুটি। অতপর সেই জুটি ভাঙেন ইংলিশ স্পিনার মঈন আলী। ব্যক্তিগত ৩৫ রানে জেমস ভিন্সের হাতে ক্যাচ তুলে দেন তিনি।

এদিকে সাকিব তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। ৬৯ বলে ৫৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ৩২ রানে মাহমুদউল্লাহ ও ২৩ রানে আফিফ হোসেন সাজঘরে ফেরেন। আর তাসকিনের ব্যাট থেকে আসে ২১ রান। এছাড়া মিরাজ ৭ ও মোস্তাফিজ শূন্যরানে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন তাইজুল। বাংলাদেশের ইনিংস থামে ১৯৪ রানে।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশি দলনেতা তামিম ইকবাল খান। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। তাসকিন আহমেদের করা বলে ৭ রানে সাজঘরে ফেরেন ওপেনার ফিল সল্ট। দ্বিতীয় উইকেটে খেলতে নেমে ১১ রান করেন ডেভিড মালান। ভিন্স আউট হন ৫ রানে।

চতুর্থ উইকেট জুটিতে দলনেতা জস বাটলারকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকেন ওপেনার জেসন রয়। এ সময় দুজন মিলে তোলেন ১০৯ রান। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ইংলিশরা। জেসন রয় তুলে নেন ব্যক্তিগত শতরানের ইনিংস। এরপর সাকিব আল হাসানের করা বলে ব্যক্তিগত ১৩২ রানে আউট হন রয়।

এরপর মঈন আলীকে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন দলনেতা জস বাটলার। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকের। শতকের পথেই ছিলেন তিনি। কিন্তু দুর্দান্ত এক ক্যাচ ধরে তাকে সাজঘরে ফেরেন মেহেদি হাসান মিরাজ। ৬৪ বলে ৭৬ রান করেন মিরাজ। আর মাত্র ৩৫ বলে ৪২ রান করেন মঈন আলী।

এদিকে আদিল রশিদকে নিয়ে ইনিংস শেষ করেন স্যাম কারেন। ১৯ বলে ৩৩ রানে স্যাম কারেন ও ৫ বলে ৬ রানে আদিল রশিদ অপরাজিত থাকেন।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore