Monday 13 May, 2024

For Advertisement

জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৪৩ রান

29 October, 2021 5:55:11

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৪২ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ। জিততে হলে ১৪৩ রান করতে হবে লাল-সবুজ বাহিনীদের।

আজ (২৯ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ডিপেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথমে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচটি উভয় দলের জন্যই বাঁচা-মরার। যে দল হারবে, তারাই সবার আগে সুপার টুয়েলভ থেকে বাদ পড়বে। আর জিতলে বেঁচে থাকবে সেমিফাইনালের আশা।

শুরু থেকেই ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেন টাইগার বোলাররা। ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। নিজের প্রথম ও দলের তৃতীয় ওভারের শেষ বলে এভিন লুইসকে ফিরিয়ে দেন তিনি। সহজ ক্যাচ ধরেছেন মুশফিকুর রহিম। এই ওভারেই একটি রানআউটের সুযোগ ছিল। কিন্তু অমনোযোগের কারণে সেটি মিস করেছেন লিটন দাস। যদি তিনি স্ট্যাম্পের গোড়ায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে সাকিবের থ্রো’টি ধরে আউট করতে পারতেন। কিন্তু তিনি অনেক পেছনে দাঁড়িয়ে ছিলেন।

ক্যারিবিয়ান শিবিরে দ্বিতীয় আঘাতটি হানেন শেখ মেহেদী হাসান। দলীয় পঞ্চম ওভারের দ্বিতীয় বলে দুর্দান্ত ডেলিভারিতে ক্রিস গেইলকে বোল্ড করেন তিনি। তখন ওয়েস্ট ইন্ডিজের রান ১৮। নিজের পরবর্তী ওভারে এসে ফিরিয়ে দেন ভয়ংকর হতে থাকা হেটমায়ারকে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore