Sunday 19 May, 2024

For Advertisement

ইরানে ‘শিগগিরই’ প্রতিশোধমূলক হামলা চালাতে পারে ইসরায়েল

16 April, 2024 11:13:38

ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে দিন দুয়েক আগেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও প্রতিশোধ নেওয়ার উপায় খুঁজছে। দেশটি বলছে, উপযুক্ত সময়ে ইরানের ওপর প্রতিশোধ নেবে তারা।

তবে ইরানে ইসরায়েলের প্রতিশোধমূলক প্রতিক্রিয়া তথা হামলা হতে পারে ‘আসন্ন’। মার্কিন গণমাধ্যমের রিপোর্টে এমনটিই বলা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে ইরানের প্রতিশোধমূলক আক্রমণের পর ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়া ‘আসন্ন’ হতে পারে বলে সোমবার প্রকাশিত মার্কিন এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

অজ্ঞাত এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে এই প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ। ওই কর্মকর্তা কয়েক ঘণ্টা ধরে চলা ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠকের পরে এনবিসি নিউজের সাথে কথা বলেন।

তিনি বলেছেন, ইসরায়েলি সরকার বিশ্বাস করে- ইরানের চালানো নজিরবিহীন এই আক্রমণের দ্রুত প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ। মন্ত্রিসভার বৈঠকে কূটনৈতিক ও সামরিক প্রতিক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

ইসরায়েলি ওই কর্মকর্তা বলেছেন, ‘যেকোনও প্রতিক্রিয়া আমেরিকানদের সাথে সমন্বয় করে করা হবে।’

সিরিয়ার রাজধানীতে তেহরানের কনস্যুলেটে সাম্প্রতিক হামলার জবাবে শনিবার গভীর রাতে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইরান এই হামলা চালায়। যদিও বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে, তারপরও উত্তেজনার আরও বৃদ্ধি হতে পারে বলে ব্যাপক উদ্বেগ রয়েছে।

মূলত গত ১ এপ্রিল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার প্রতিক্রিয়া হিসাবে ইসরায়েলে রাতারাতি ৩০০টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে তেহরান। এর বেশিরভাগই ইরানের অভ্যন্তর থেকে নিক্ষেপ করা হয়।

তবে লক্ষ্যে পৌঁছানোর আগেই অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রবাহিনী।

এদিকে ইরানের নিক্ষিপ্ত প্রায় সব ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়ার কারণে প্রতিশোধমূলক এই আক্রমণকে ইরানের সর্বোচ্চ নেতা এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের জন্য একটি বিব্রতকর ব্যর্থতা বলে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াটা ছিল ‘প্রয়োজনীয় এবং উপযুক্ত’। ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।অবশ্য ইসরায়েল ইরানি এই হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান অবশ্য বলেছেন, ইসরায়েলের পাল্টা যে কোনও আক্রমণকে ‘শক্তিশালী’ এবং ‘বিস্তৃত’ জবাব দিয়ে মোকাবিলা করা হবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore