Tuesday 14 May, 2024

For Advertisement

পাকিস্তানে জোট গঠনে পাঁচবার বৈঠক বড় দুই দলের

19 February, 2024 6:02:07

পাকিস্তানের জাতীয় নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায়, জোট করে সরকার গঠন করতে হবে দলগুলোর। দেশটির সবচেয়ে বড় দুই দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোট করার কথা শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। এ পর্যন্ত পাঁচবার বৈঠক করেছে দল দুটি। তবে এখনো জোট গঠনে একমত হতে পারেনি তারা। আজ সোমবারও বৈঠকে বসেছে দল দুটি।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে জাতীয় পরিষদের নির্বাচন হয়। ওই নির্বাচনে পিএমএলএন ৭৫টি এবং পিপিপি ৫৪টি আসনে জয় পায়। অপরদিকে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পায় ৯২টি আসন।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, পাকিস্তান বর্তমানে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও রেকর্ড মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। এর সমাধান করতে দেশটির একটি শক্তিশালী সরকার প্রয়োজন; যেটি কঠোর সিদ্ধান্ত নিতে পারবে।

এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব রোববার জানিয়েছেন, তারা পাকিস্তানে সরকার গঠন করবে। অথচ তারাও একক সংখ্যাগরিষ্ঠতা (১৩৪ আসন) পায়নি। পিটিআই কিভাবে সরকার গঠন করবে এ ব্যাপারে কোনো স্পষ্ট ব্যাখ্যাও দেননি তিনি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore