Wednesday 15 May, 2024

For Advertisement

সরকার গঠনে বিলাওয়ালের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইমরান খান!

16 February, 2024 1:36:26

জাতীয় নির্বাচনের পর পাকিস্তানে চলছে এখন জোট সরকার গঠনের প্রস্তুতি। মূল দলগুলো নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের মাধ্যমে সরকার গঠনের।

এরই মধ্যে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটিতে সরকার গঠনের বিষয়ে প্রতিদ্বন্দ্বী বিলাওয়াল জারদারি ভুট্টোর রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির সঙ্গে আলোচনায় রাজি হয়েছে। এর আগে পিপলস পার্টির সঙ্গে জোট সরকারের আলোচনা নাকচ করে দিলেও এবার ইমরান খান সেই সুরে পরিবর্তন এনেছেন। দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দলীয় একাধিক সূত্রের বরাত দিয়ে জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কারাবন্দি ইমরান খান সরকার গঠনে পিপিপির সঙ্গে আলোচনা করতে ‘প্রস্তুত’। দুই রাজনৈতিক দলের মধ্যকার সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। সরকার গঠন নিয়ে পিটিআই ও পিপিপির মধ্যে আলোচনার জন্য কমিটিও গঠন করা হবে।

পাকিস্তানের এবারের নির্বাচনে ইমরান খানের নেতৃত্বাধীন পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদের ৯২টি আসনে জয় পেয়েছে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ ৭৯টি ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ৫৩টি আসনে জয় পেয়েছে। তবে কোনো দলই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেশটিতে ব্যাপক রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে।

শুধু তাই নয়, জমিয়ত উলেমা-ই-ইসলাম, আওয়ামী ন্যাশনাল পার্টি, জামায়াত-ই-ইসলামি এবং অন্যান্য জাতীয়তাবাদী দলগুলোর মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গেও জোট সরকার গঠনের বিষয়ে আলোচনার পরিকল্পনা করেছে পিটিআই। এসব রাজনৈতিক দল দেশটিতে নির্বাচনে কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

এদিকে সরকার গঠনের জন্য পিপলস পার্টির সঙ্গে যোগাযোগের তথ্য অস্বীকার করেছে ইমরান খানের দল পিটিআই। দলটির নেতা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ বলেছেন, পার্টির প্রতিষ্ঠাতা ইমরান খান পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে আলোচনার বিরুদ্ধে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘পিপিপির সঙ্গে পিটিআইয়ের সরকার গঠনের খবর বিভ্রান্তিকর। পিটিআই প্রতিষ্ঠাতা বলেছেন, বিরোধী দলে বসবেন, তবুও পিপিপি ও পিএমএল-এনের সঙ্গে জোট করবেন না।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore