Friday 17 May, 2024

For Advertisement

নওয়াজের সঙ্গে জোট গঠনের ইঙ্গিত মাওলানা ফজলুর রহমানের

3 January, 2024 5:33:03

আসন্ন নির্বাচনে পাকিস্তান মুসলিম লীগের-নওয়াজ (পিএমএল-এন) সঙ্গে নির্বাচনী জোট গঠনের ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রভাবশালী ধর্মীয় সংগঠন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-) প্রধান মাওলানা ফজলুর রহমান।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পিএমএল-এনের আমলে দেশ উন্নয়ন ও সমৃদ্ধি দেখেছে।

ফজলুর রহমান জানান, তার দল দেশের সেবা করার জন্য নওয়াজ শরিফের নেতৃত্বাধীন দলের সঙ্গে কাজ করতে প্রস্তুত।
উভয় দল যৌথভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার এটাই প্রথম ঘটনা নয়।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ছাড়া সব রাজনৈতিক দল সবসময় একে অপরের ম্যান্ডেটকে সম্মান করেছিল। পিটিআইয়ের ম্যান্ডেট জাতি প্রত্যাখ্যান করেছিল।

আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের মঞ্চায়ন নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-) প্রধান মাওলানা ফজলুর রহমান

তিনি বলেন, ঠান্ডা আবহাওয়ার কারণে ভোটকেন্দ্র স্থাপন করতে ব্যর্থ হলে নির্বাচন আয়োজক কর্তৃপক্ষের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ হবে। এই ধরনের ব্যর্থতার পর ভোটারদের কম উপস্থিতি নির্বাচনী কারচুপির দরজা খুলে দেবে।

Latest

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore