Saturday 27 April, 2024

For Advertisement

কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলা, নিরাপত্তারক্ষী আহত

2 December, 2022 11:36:22

শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনাকে দূতাবাস প্রধানকে হত্যার চেষ্টা বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

টুইটে শরিফ বলেন, ‘আমি অবিলম্বে এই জঘন্য কাজের অপরাধীদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

যদিও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবে গত বছরের আগস্টে কট্টরপন্থী ইসলামপন্থীরা দায়িত্ব নেওয়ার পরেও তারা দেশটিতে দূতাবাস খোলা রেখেছে। পাশাপাশি সম্পূর্ণ কূটনৈতিক মিশন বজায় রেখেছে।

পাকিস্তান তালেবানের সঙ্গে সম্পর্ক জটিল করেছে। ইসলামাবাদ দীর্ঘদিন ধরে ইসলামপন্থীদের সমর্থন করার অভিযোগ এনেছে এমনকি আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনকেও সমর্থন করেছে যা ৯/১১ হামলার পর তাদের পতন ঘটায়।

একটি সরকারি দূতাবাস এএফপিকে জানিয়েছে, হামলাকারী এক একা বাড়ির আড়ালে এসে গুলি চালাতে শুরু করে। রাষ্ট্রদূত এবং অন্য সব কর্মীরা নিরাপদ, তবে আমরা সতর্কতা হিসেবে দূতাবাস ভবনের বাইরে যাচ্ছি না।

তালেবান নিরাপত্তা কর্মকর্তাদের মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore