Saturday 4 May, 2024

For Advertisement

বেলারুশ নিয়ে বড় ঘোষণা দিলেন পুতিন

26 June, 2022 11:07:00

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার জানিয়েছেন, বেলারুশে আগামী কয়েক মাসের মধ্যে শক্তিশালী ইসকান্দার মিসাইল পাঠাবে রাশিয়া। বেলারুশের নিরাপত্তা নিশ্চিতে ইসকান্দার মিসাইল মোতায়েন করা হবে।

ইসকান্দার মিসাইল পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে।

রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত একটি খবরে পুতিন বলেন, আসছে মাসে, আমরা বেলারুশে ইসকান্দার-এম ট্যাকটিক্যাল মিসাইল ব্যবস্থা পাঠাব। যেটি ব্যালাস্টিক বা ক্রুস মিসাইল ব্যবহার করতে পারে, এগুলোর সাধারণ এবং পারমাণবিক সংস্করণে।

এর আগে শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বৈঠক করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

চলমান যুদ্ধে বেলারুশকেও টেনে আনতে চায় রাশিয়া– ইউক্রেনের এমন অভিযোগের পরই তাদের বৈঠকের খবর সমানে আসে।

অবশ্য বৈঠকে তারা বিশ্বব্যাপী সার সরবরাহ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম রাশিয়া ওয়ানের একজন সাংবাদিক ওই বৈঠকের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ফুটেজে পুতিনকে বলতে শোনা গেছে, আমি বিশ্ববাজারের চাহিদা পূরণ নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই।

সূত্র: আল জাজিরা

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore