Friday 10 May, 2024

For Advertisement

ভূমধ্যসাগরে বিধ্বস্ত ব্রিটেনের সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫

18 November, 2021 6:12:01

ভূমধ্যসাগরে নিয়মিত অপারেশন চলাকালীন রাডার ফাঁকি দিতে সক্ষম ব্রিটিশ বিমান বাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ বিধ্বস্ত হয়েছে। তবে, অক্ষত রয়েছেন বিমানের পাইলট।

ব্রিটিশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা-বিবিসি।

খবরে জানানো হয়, বুধবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ভূমধ্যসাগরে রয়্যাল নেভির বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ থেকে ওড়ার পর বিমানটি বিধ্বস্ত হয়।

সিএনএন জানায়, ঘটনার সময় পাইলট বিমান থেকে বের হয়ে যান। পরে কুইন এলিজাবেথে ফিরে আসেন। পাইলট নিরাপদ সুস্থ অবস্থায় জাহাজে ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছেন প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস।

ঘটনাটি তদন্তে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

প্রতিরক্ষা সচিব জানান, উড্ডয়নের পরপরই যুদ্ধবিমানটি নিচের দিকে নেমে এসে বিধ্বস্ত হয়। তবে, দুর্ঘটনার পর এইচএমএস কুইন এলিজাবেথের সকল অপারেশনাল এবং প্রশিক্ষণ ফ্লাইটগুলি অব্যাহত রয়েছে।

ব্রিটিশ রাজকীয় নৌবাহীনির ৮টি এবং যুক্তরাষ্ট্র মেরিন সেনাদের ১০টি এফ-৩৫ যুদ্ধবিমান রয়েছে। গত ছয় মাসে কোনো দুর্ঘটনা ছাড়াই এইচএমএস কুইন এলিজাবেথ থেকে দুই হাজারবারের বেশি উড্ডয়ন ও অবতরণ করেছে এফ-৩৫। মার্কিন লকহিড কোম্পানির তৈরি বিমানগুলি ব্রিটেনের সবচেয়ে উন্নত এবং ব্যয়বহুল যুদ্ধবিমান। প্রতিটি বিমানের বাজার মূল্য প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড। সুপারসনিক গতির বিমানগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম স্টিলথ প্রযুক্তিতে তৈরি। বিমানগুলো খাড়াভাবে অবতরণ করতে পারে।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore