গুলিস্তানে বিস্ফোরণ, রক্তদাতাদের দ্রুত ঢামেকে যাওয়ার অনুরোধ
7 March 2023, 6:50:44
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশের ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনায় আহত ব্যক্তিদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এমন অবস্থায় স্বেচ্ছায় রক্তদাতাদের দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনায় বিপুল সংখ্যক মানুষ হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে আহতদের এ্যাম্বুলেন্স, রিকশা, ঠেলাগাড়ি, ট্রাকসহ বিভিন্ন বাহনে করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত শতাধিক।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: