
বহিরাগতদের হামলায় মুগদা মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থী আহত

খেলতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার বিকালে মুগদা মেডিকেলের মাঠে এ ঘটনা ঘটে। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা: নিয়াতুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মেডিকেল কলেজের একাধিক শিক্ষার্থী জানান, বিকালে মুগদা মেডিকেলের শিক্ষার্থীরা মেডিকেলের মাঠে খেলতে গেলে বহিরাগতরা বাধা দেয়। সেইসঙ্গে বহিরাগতরা শিক্ষার্থীদেরকে বলেন, মুগদা মেডিকেল কলেজ নামে কোনো মেডিকেল কলেজ নেই, হাসপাতালও নেই, মাঠও নেই। এখানে কোনো শিক্ষার্থীকে খেলতে দেওয়া হবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প, ব্যাট ও ইট দিয়ে পিটিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে বহিরাগতরা।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও মুগদা মেডিকেলের শিক্ষার্থী সৌমিক দত্ত বলেন, ‘বহিরাগতরা অর্তকিত হামলা চালিয়েছে। আমাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কয়েকজনকে এইচডিইউতে ভর্তি করানো হয়েছে। আগামীকাল কয়েকজনের প্রফেশনাল পরীক্ষা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আহত কয়েকজনের আগামীকাল পরীক্ষা রয়েছে। এখন তারা কিভাবে পরীক্ষা দিবে? আমরা চিন্তায় পড়ে গেছি। এই হামলার বিচার চাই।’
তবে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. নিয়াতুজ্জামান বলেন, বিকালে মেডিকেল শিক্ষার্থীরা খেলতে গিয়ে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন। আহত শিক্ষার্থীদের কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। একজন শিক্ষার্থী বুকে আঘাত পাওয়ায় তাকে ভর্তি রাখা হয়েছে। ওই শিক্ষার্থীর এক্সরে, ইসিজি করানো হয়েছে। এইচডিইউতে রেখে অক্সিজেন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
মুগদা কলেজের অধ্যক্ষ ডা. এবিএম জামাল উদ্দিন লেন, মুগদা এলাকায় খেলার মাঠ সংকট। আমরা কলেজের মাঠটি সংস্কার করেছি। শিক্ষার্থীরা যখন খেলাধুলা করে তখন বহিরাগতরা যেনো না খেলে বলা হয়েছে। কিন্তু মাঠ সংকটে তারাও খেলতে আসে। আজকের ঘটনা সম্পূর্ণ অনাকাঙ্খিত। আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে অবজারবেশনে রাখা হয়েছে।— যুগান্তর


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: