সরকারি বাঙলা কলেজ থেকে যুবকের লাশ উদ্ধার
14 January 2022, 10:56:30
রাজধানীর মিরপুরে সরকারি বাঙলা কলেজের শ্রেণি কক্ষ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) রাতে পুলিশ এই লাশ উদ্ধার করে। তবে লাশের পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত কোনো তথ্য পায়নি। দারুস সালাম থানার এসআই শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে পুলিশ ওই শ্রেণি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে। পরনে ছিল নীল রঙের জিন্স প্যান্ট ও লাল রঙের শার্ট। শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে। ধারণা করা হচ্ছে দুই একদিন আগে তার মৃত্যু হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: