- নিউজিল্যান্ডকে ২৫৪ রানে থামাল বাংলাদেশ
- বাংলাদেশের অগ্রাধিকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন: মার্কিন আন্ডার সেক্রেটারিকে প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ভারত বাণিজ্য রুপিতে লেনদেনের অনুমতি পেল আরও ২ ব্যাংক
- স্ত্রীর স্বীকৃতির দাবিতে উপজেলা চেয়ারম্যানের বাড়িতে কৃষি কর্মকর্তা
- ফরিদপুরে পেঁয়াজের বাজারে অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- মার্কিন ভিসানীতি ভোগাস, সব ফাঁকা আওয়াজ: নাজমুল আলম
- আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও রাজনৈতিক ব্যক্তিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
- নিউজিল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টাইগারদের সম্ভাব্য একাদশ
- নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন: জাতিসংঘে প্রধানমন্ত্রী

পুরান ঢাকায় স্কুলে ছাত্রীর মায়ের রক্তাক্ত লাশ উদ্ধার

পুরান ঢাকার আহমেদ ভাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে পারভীন বেগম (৪৩) নামে একজন নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আবেদা জান্নাতের অভিভাবক তিনি।
লাশের পাশ থেকে ইঁদুর মারার ওষুধ ও একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
সরেজমিন দেখা গেছে, আহমেদ ভাওয়ানী স্কুল অ্যান্ড কলেজের ৬ তলা নির্মাণাধীন ভবনের নিচতলা সিমেন্টের গোডাউনের ভেতর বালির স্তূপের উপর লাশ উপড় হয়ে পড়েছিল। লাশের মুখ ও ঠোট বিকৃত অবস্থায় রয়েছে।
বংশাল থানার পরিদর্শক (অপারেশন) শিশির কুমার কর্মকার যুগান্তরকে বলেন, রোববার দুপুরে ওই নারী স্কুলে প্রবেশ করে। এর কোনো এক সময় তিনি ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে। লাশের পাশ থেকে ইঁদুর মারার ওষুধ ও শিক্ষার্থীর পরিচয় সম্বলিত একটি চিরকুট পাওয়া গেছে। এছাড়া তার বাসায় আরও একটি চিরকুট পাওয়া গেছে।
ওই চিরকুটে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা ছিল। তাছাড়া দীর্ঘদিন থেকে ওই নারী ডিপ্রেশনে ছিল বলে জানান তিনি।
নিহত নারী ৫৬ নম্বর সিদ্দিকবাজারের স্থায়ী বাসিন্দা। তার স্বামীর নাম মৃত আব্দুল বাসেত ওরফে বাদশা। তাদের দুটি কন্যা ও একটি পুত্রসন্তান রয়েছে বলে জানান তিনি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: