পল্টনে ছুরিকাঘাতে রক্তাক্ত দুই বাকপ্রতিবন্ধী
রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় বাকপ্রতিবন্ধী (বধির) স্কুলের সামনে থেকে দুই বাকপ্রতিবন্ধীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তারা হলেন- জনি বাবু ও মোবারক। তাদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিন বাকপ্রতিবন্ধীর ছুরিকাঘাতে তারা আহত হন।
জানা গেছে, বিজয়নগর বাকপ্রতিবন্ধী স্কুলের সামনে তিন বাকপ্রতিবন্ধীর ছুরিকাঘাতে গুরুতর জখম হন দুই বাকপ্রতিবন্ধী জনি ও মোবারক। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন তাদের থানায় নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, আহত দুইজনের মধ্যে একজনের মাথায় ছুরিকাঘাত ও অন্যজনের পায়ে ছুরিকাঘাত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: