ঢাকায় মাদকবিরোধী অভিযানে আটক ১৫৪
3 November 2021, 12:04:20
রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় চালানো অভিযানে তাদের আটক করা হয়। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করা হয়।
অভিযানে হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও দেশিয় মদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ। আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০৯টি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: