বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত
2 November 2021, 12:39:32
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) বিমানবন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মো. সাকলাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকাগামী মালবাহী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
সাকলাইন জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার পরনে সাদা গেঞ্জি ও চেক লুঙ্গি রয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: