বাড্ডায় ফার্নিচার গুদামে আগুন
রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল এলাকায় একটি ফার্নিচার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৮ মিনিটের দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাত সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, রাত ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনো পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি।
তিনি বলেন, রাজধানীর উত্তর বাড্ডা সাতারকুল রোডের সাত তলা ভবনের নিচ তলায় ফার্নিচারের একটি গোডাউনে আগুন লাগে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। আগুন সম্পূর্ণ নির্বাপণের পর এ বিষয়ে বলা যাবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























Comments: