ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

বৃহস্পতিবার ১৩ এলাকায় গ্যাস থাকবে না ৯ ঘণ্টা

29 September 2021, 7:48:21

সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিতাস জানিয়েছে, সিদ্ধিরগঞ্জ সিজিএস গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৩টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, পাগলা, ফতুল্লা, দেলপাড়া, ভুঁইগড়, জালকুড়ি, কুতুবপুর, আদমজী ইপিজেড, সিদ্ধিরগঞ্জ, মিজমিজি, সাহেবপাড়া।

একই সঙ্গে আশপাশ এলাকায়ও গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস। সাময়িক এই অসুবিধার জন্য সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: