ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

বিদেশি অস্ত্রসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

13 July 2021, 10:35:27

বিদেশি অস্ত্রসহ রাজধানীর শেরেবাংলা নগর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মুশফিকুর রহমান উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১২ জুলাই) দিবাগত রাতে শেরেবাংলা নগরের শাপলা হাউজিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ মুশফিকুর নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ পাঁচটি মামলা রয়েছে।
মোজাম্মেল হোসেন আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, মুশফিকুর একটি রাজনৈতিক দলের সদস্য। তবে আইনের চোখে তিনি একজন অপরাধী। অপরাধী হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: