নারায়ণগঞ্জে জঙ্গি আস্তানায় তিন বোমা নিস্ক্রিয়
নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসি ও নারায়ণগঞ্জ জেলা পুলিশের চালানো এই অভিযানে তিনটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে।
তবে ওই বাড়িতে কতজন জঙ্গি আছে বা বোমা তৈরির আস্তানায় কী পরিমাণ বোমা ও সরঞ্জাম রয়েছে তা এখনো জানা যায়নি। অভিযান শেষে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পক্ষ থেকে প্রেস বিফ্রিংয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, নোয়াগাঁও এলাকায় ফজলুল হকের মালিকানাধীন মিয়া বাড়ি নামে পরিচিত ওই বাড়িতে মসজিদ ও মাদ্রাসায় মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন আবদুল্লাহ আল মামুন। এই সুবাদে তিনি নব্য জঙ্গি সদস্য সংগ্রহ ও বোমা বানানোর আস্তানা গড়ে তুলেছিলেন।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের পর রবিবার সন্ধ্যা থেকে ওই বাড়িটি ঘিরে রাখে। রাত ১০টার পর অভিযান শুরু হয়।
এদিকে নারায়ণগঞ্জের মদনপুরে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাত ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অভিযানে প্রস্তুতি নিচ্ছিল পুলিশ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: