ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

8 July 2021, 7:39:29

রাজধানীর মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। তারা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে বাহিনীটি। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি বগি দা, একটি রাম দা, একটি স্টিলের সামুরাই, একটি ছুরি এবং চারটি মোবাইল জব্দ করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. চান মিয়া, রবিউল ইসলাম ওরফে রবিন, মো. লিমন, মো. লিমন এবং জিসান। বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, বুধবার রাত আটটার দিকে মোহাম্মদপুর থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মধ্যে ৩ নম্বর লোহার (করোনা) ব্রিজের নিচের সড়কে অভিযান চালানো হয়। অভিযানে ডাকাতির প্রস্তুতির সময় মো. চান মিয়া, রবিউল ইসলাম ওরফে রবিন, মো. লিমন, মো. লিমন এবং জিসান নামের ডাকাত দলের সক্রিয় পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। সাধারণত দিনের বেলায় এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকার কম জনসমাগম জায়গায় পথচারীদের জিম্মি করে নগদ অর্থ, মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগ ইত্যাদি মূল্যবান সামগ্রী ছিনতাই করে থাকেন। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: