ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

রাজধানীতে মুষলধারে বৃষ্টি

4 July 2021, 11:36:18

সরকার ঘোষিত সাতদিনের বিধিনিষেধের চতুর্থ দিনে আজও রাজধানীতে মুষলধারে বৃষ্টি। রবিবার সকাল থেকে ১১ টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। চলমান বিধিনিষেধের মধ্যে রাজধানীতে বৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় কাজে বাইরে বের মানুষ দুর্ভোগে পড়েন।

এর আগে আবহাওয়া অফিস জানায়, রাজধানী ঢাকাসহ সারাদেশে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে অব্যাহত থাকতে পারে। তবে কোথাও কোথাও আকাশে রোদের দেখা মিলেতে পারে।

এদিকে আগের তিনদিন রাজধানীর সড়কে মানুষের সংখ্যা কম হলেও আজ চতুর্থ দিন সকাল থেকে বেড়েছে যানবাহনের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে পথচারী ও নানা প্রয়োজনে বের হওয়া নগরবাসীর চলাচলও। কোনো কোনো চেকপোস্টে যানবাহনের দীর্ঘ সারিও দেখা গেছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আফতাব আহম্মেদ রোববার (৪ জুলাই) সকাল ৭টার দিকে গণমাধ্যমকে বলেন, সকাল ৭টা পর্যন্ত ঢাকায় এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর বৃষ্টির মাত্রা বেড়েছে। দুপুর পর্যন্ত মেঘলা আকাশসহ বৃষ্টি থাকতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: