ইন্টারনেট
হোম / রাজধানী / বিস্তারিত
ADS

মগবাজারে বিস্ফোরণ: বার্ন ইউনিটে ভর্তি ১৭, ঢামেকে ৩৬; স্বজনদের হাহাকার

28 June 2021, 10:32:01

রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেট মোড়ে অবস্থিত আউটার সার্কুলার রোডের ৭৯ নম্বর ভবনের সামনে ঘটে যাওয়া বিস্ফোরণে আশপাশের আরও ১৪টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাতজনের। এ ঘটনায় আহতদের রাজধানীর কয়েকটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এসময় হাসপাতালগুলোতে স্বজনদের আহাজারিতে চারপাশে হাহাকার সৃষ্টি হয়।

গুরুতর অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে ১৭ জনকে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৩৬ জনকে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে যারা চিকিৎসাধীন আছেন, তারা হলেন- নুরুন নবী (৩৫), ইমরান (২৫), রাসেল (২১), জাফর (৬১), কালু (৩৩), আবুল কালাম আজাদ (৫৫), পরিমল (৪২), নয়ন (৪০), মোতালেব (৪০), জাকির (৪০), স্বপন (৩৫), লাকী (২৬), মিহির (০৭), সৈকত (১৩), আলেয়া বেগম ও ৪০ থেকে ৪৫ বছর বয়সী অজ্ঞাত দুইজন।

এ বিষয়ে ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, মগবাজারের দুর্ঘটনায় দুজনকে আমরা মৃত অবস্থায় পাই। হাসপাতালে নিয়ে আসা ১৭ জনের মধ্যে তিনজন ছিলেন দগ্ধ। এর মধ্যে দুজনকে আইসিইউতে, একজনকে এইসডিইউতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, দগ্ধ তিনজনের অবস্থা খুবই খারাপ। তাদের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের সম্পর্কে এখন কিছু বলা যাচ্ছে না। বাকি আহতদের কারও পা কাটা গেছে, কারও পা ভেঙে গেছে। উল্লেখ্য, গতকাল রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস এলাকায় তিনতলা ভবনের নিচতলায় ভয়াবহ বিস্ফোরণের এ হতাহতের ঘটনা ঘটে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: