অজিদের বিপক্ষে টাইগারদের প্রথম টি-টোয়েন্টি জয়
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চারবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেটের পরাশক্তির কাছে পাত্তাই পায়নি টাইগাররা। সে অবশ্য অনেক আগের কথা।
বাংলাদেশকে বরাবরই আন্ডারডগ ভেবে এসেছে অসিরা। যে কারণে বাংলাদেশকে আমন্ত্রণে আগ্রহ ছিল না তাদের। বাংলাদেশ সফরেও ছিল অনীহা
এই প্রথমবার টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিপাক্ষিক সিরিজে অসিদের মুখোমুখি বাংলাদেশ দল। তাও হাজারও শর্ত চাপিয়ে।
আর অসিদের সব শর্তই মেনে নিল বিসিবি।
এরপরও এই সফরে পূর্ণশক্তির দল নিয়ে আসেনি অস্ট্রেলিয়া। প্রয়োজনও মনে করেনি। আর সেই অস্ট্রেলিয়াকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হারাল বাংলাদেশ। এ এক মধুর স্বাদ নিলেন মাহমুদউল্লাহ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: