ADS
ADS

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

2 July 2021, 10:26:22

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এদের মধ্যে ১২ জন পজিটিভ এবং ৫ জন উপসর্গে মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১ জুলাই করোনা ও উপসর্গে ২২ জন মারা যান। এর মধ্যে ৫ জনই মারা গেছেন করোনা শনাক্তের পর। বাকিরা উপসর্গ নিয়ে মারা যান।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের ১০ জন রাজশাহীর (পজিটিভ ৭, উপসর্গে ৩), চাঁপাইনবাবগঞ্জের ৩ জন (পজিটিভ ২, উপসর্গে ১), নাটোরের ২ জন (পজিটিভ), নওগাঁয় ১ জন (উপসর্গে) পাবনায় ১ (পজিটিভ) জন। শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭৬ জন।

তিনি বলেন, আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৪০৫ বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪৬৮ জন। গতকাল বৃহস্পতিবার ভর্তি ছিলেন ৪৬২ জন। অতিরিক্ত বেডের ব্যবস্থা করে অতিরিক্ত রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।
রামেক পরিচালক জানান, বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে তিন জেলার ৫৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে ২২১ জনের। এদিন রাতে প্রকাশিত দু’টি পিসিআর ল্যাবের নমুনার ফলাফলে দেখা যায়, রাজশাহী শনাক্তের হার ৪২ দশমিক ৩৯ শতাংশ চাঁপাইনবাবগঞ্জে শনাক্তের হার ২৭ দশমিক ০৫ শতাংশ। নওগাঁর একটি নমুনা ইনভ্যালিড হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: