সোমালিয়ায় সেনা অভিযানে ৫০ আল-শাবাব জঙ্গি নিহত
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে সেনা অভিযানে গত দুই দিনে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর অন্তত ৫০ সদস্য নিহত হয়েছে। রবিবার সোমালি ন্যাশনাল আর্মির কমান্ডাররা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মধ্য ও দক্ষিণাঞ্চলের হিরান, মধ্য শ্যাবেল এবং লোয়ার শ্যাবেল অঞ্চলের অনেক জায়গায় আল-শাবাব ঘাঁটি ও তাদের আস্তানাগুলো ধ্বংস করা হয়েছে। খবর আনাদোলুর।
এতে আরও বলা হয়েছে, কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন। তার আগে এই অভিযান পরিচালানা করা হলো।
বিবৃতিতে বলা হয়েছে, সরকারি বাহিনী দেশের বিভিন্ন স্থানে আল-শাবাব বাহিনীকে নির্মূল করার জন্য অভিযান তীব্র করেছে।
এ নির্বাচন সামনে রেখেই চলছে সামরিক অভিযান। সম্প্রতি মধ্য শ্যাবেল এলাকায় আরেক অভিযানে ১৩০ আল-শাবাব যোদ্ধা প্রাণ হারান।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: