ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

মোদির সঙ্গে ফোনে কথা বললেন কমলা হ্যারিস

4 June 2021, 5:59:43

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের কমলা হ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার জানায় কমলা নিজেই মোদিকে ফোন করেছিলেন।

তবে আনন্দবাজার জানিয়েছে, দুই রাষ্ট্রনেতার মধ্যে ঠিক কী নিয়ে কথাবার্তা হয়েছে, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি। এ নিয়ে কোনও বিস্তারিত তথ্যও পাওয়া যায়নি।

সম্প্রতি আমেরিকার উদ্বৃত্ত কোভিড টিকা অন্য দেশে পাঠানোর ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। বিভিন্ন দেশে টিকা সরবরাহ করার ‘কোভ্যাক্স’ নামের যে প্রকল্প চালু করেছে তারা, সেই প্রকল্পের মাধ্যমেই উদ্বৃত্ত টিকার ৭৫ শতাংশ অন্য দেশে পাঠানো হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাইডেন সরকার।

ভারতীয় গণমাধ্যম জানায়, আমেরিকার এই প্রকল্পে প্রচুর টিকা ভারতও পাবে। সে বিষয়েই মোদির সঙ্গে কমলা কথা হয়ে থাকতে পারে বলে মনে করছে ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: