‘গাজার ওপর ইসরাইলি অবরোধ শিগগিরই ভেঙে পড়বে’
২০০৭ সাল থেকে এই পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর যে অবরোধ দিয়ে রেখেছে তা খুব শিগগিরই ভেঙে পড়বে বলে জানিয়েছেন হামাসের গাজা উপত্যকার প্রধান ইয়াহিয়া সিনওয়ার।
গাজা সফররত মিসরের একটি প্রতিনিধিদলকে সোমবার সিনওয়ার একথা বলেন বলে ফিলিস্তিনের বার্তা সংস্থা মা’আন জানিয়েছে।
মিসরীয় প্রতিনিধিদলকে ইয়াহিয়া সিনওয়ার আরো বলেন, সাম্প্রতিক গাজা যুদ্ধের পর আন্তর্জাতিক মতামত সম্পূর্ণভাবে ফিলিস্তিনিদের পক্ষে এবং ফিলিস্তিনি জনগণের জন্য এই পরিস্থিতিকে কাজে লাগাতে হামাস সব উপায় ব্যবহার করবে।
২০০৬ সালে ফিলিস্তিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে হামাস ক্ষমতায় এলে ক্ষুব্ধ হয়ে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে।
এর ফলে গাজার জনগণ বাইরের দুনিয়ার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে এবং তাদের জীবনযাত্রার মান একেবারেই নেমে গেছে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: