For Advertisement
সৌদি বিমানঘাঁটিতে ইয়েমেনিদের ড্রোন হামলা

ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনের ওপর গত ছয় বছর ধরে সৌদি জোটের অব্যাহত বর্বর আগ্রাসন এবং নিষ্ঠুর অবরোধের জবাব হিসেবে এই ড্রোন হামলা চালানো হয়।
ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি টুইটার পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন। তিনি বলেন, দেশে তৈরি কাসেফ টু-কে কম্ব্যাট ড্রোনের সাহায্যে সৌদি আরবের কিং খালিদ বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়। ড্রোনটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জেনারেল সারিয়ি জানান।
একই বিমানঘাঁটিতে ইয়েমেনের সামরিক বাহিনী দুটি কাসেফ টু-কে ড্রোন দিয়ে হামলা চালানোর একদিন পর নতুন করে এই হামলা হলো।
এদিকে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন গতকাল (শনিবার) একটি ভিডিও প্রকাশ করেছে যাতে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে ইয়েমেনের ব্যাপকভিত্তিক অভিযান পরিচালনা দৃশ্য দেখা যায়। এতে দেখা যায়- ইয়েমেনের সামরিক বাহিনী অত্যন্ত দ্রুতগতিতে সৌদি আরবের বহু সংখ্যক সামরিক অবস্থায় নিয়ন্ত্রণে নেয়।
Latest
For Advertisement
- সহযোগী-সম্পাদক: হাসিনা রহমান শিপন
- সহ -সম্পাদক: রাশিকুর রহমান রিফাত
- নিউজ রুম ইনচার্জ : তাসফিয়া রহমান সিনথিয়া
Developed by WebsXplore