ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

বাংলাদেশে মোদির কুশপুত্তলিকা দাহ নিয়ে যা বললো ভারত

21 December 2024, 11:47:02

সম্প্রতি বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা ছাড়াও উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক স্ট্যাটাসের প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত সরকার। শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার এ সংক্রান্ত একটি ‘প্রতিবাদ নোট’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

ওই নোটে ভারত সরকার বাংলাদেশে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে।

গত সোমবার (১৬ ডিসেম্বর) ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই পোস্টে তিনি ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন।

পরবর্তীতে মোদির সেই পোস্টের তীব্র সমালোচনার ঝড় উঠে। এমনকি বিষয়টি নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ছাড়াও পররাষ্ট্র মন্ত্রণালয় ফেসবুকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরে পোস্ট করে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহসহ অনেকেই ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

ওই ঘটনায় গত বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে বাংলাদেশের বিজয় দিবস নিয়ে দেয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করে ছাত্র অধিকার পরিষদ। ওইদিন মিছিল শেষে ভারতের প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।

অন্যদিকে গত ৫ ডিসেম্বর উপদেষ্টা মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে ভারতকে শেখ হাসিনার পদত্যাগে ভূমিকা রাখা ছাত্র-জনতার আন্দোলনকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়েছিলেন। সবশেষ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা মাহফুজের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

পাশাপাশি এদিন প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারতের আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেন জয়সওয়াল। তিনি বলেন, ভারত বারবার বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার আগ্রহের ইঙ্গিত দিয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: