- সীমান্তে ফের ১৩ জনকে পুশইন করল বিএসএফ
- ভারতে বিমান বিধ্বস্ত: স্বজনহারাদের পাশে শাহরুখ-আমির-সালমান
- সংস্কার রোডম্যাপের মূল লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা: প্রধান বিচারপতি
- কোরবানির পর হজমশক্তি বাড়াতে যেসব খাবার খাবেন
- যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ, যা বলছেন অর্থনীতিবিদরা
- প্রস্তুতি সম্পন্ন হলে রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা
- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হলো যে ১০টি দেশের
- ৩০ জুন পর্যন্ত রাতের আকাশে গ্রহ-তারাসহ দেখা মিলবে যেসব মহাজাগতিক চমক
- বিশ্বজুড়ে দূতাবাস বন্ধ করেছে ইসরায়েল
- হাজিদের সতর্ক করে কঠোর নির্দেশ সৌদি সরকারের

সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণে রিয়াদে ট্রাম্পের বিশেষ দূত

প্রথম মেয়াদে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনীতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম অ্যাকর্ডস সামনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গেও একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে আগামী ২০ জানুয়ারি হোয়াইট হাউজে আসীন হওয়ার আগে মনোনীত মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন উইটফকে সৌদি আরব পাঠিয়েছেন ট্রাম্প।
অ্যাক্সিওস রিপোর্ট জানিয়েছে, বুধবার (১১ ডিসেম্বর) স্টিভেন উইটফ সৌদি আরব সফর করেন এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাত করেন। বৈঠকের বিষয়ে অবহিত থাকা দুটি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে তারা।
একটি সূত্র বলছে, উইটকফ মার্কিন-সৌদি সম্পর্ক, গাজায় ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধ, রিয়াদ ও জেরুজালেমের মধ্যে সম্ভাব্য স্বাভাবিককরণ এবং অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন।
বিশ্লেষকরা বলছেন, এসব চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইসরাইলের অবস্থান যেমন আরও সুসংহত হবে, তেমনি ফিলিস্তিনি স্বাধীনতার প্রশ্নও একরকম বিলীন হয়ে যাবে।
গাজা উপত্যকায় গত ১৪ মাস ধরে যুদ্ধের নামে গণহত্যা চলছে, এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সম্পূর্ণ উপত্যকা। কেবল আনুষ্ঠানিক হিসাবেই ৪৪ হাজারের বেশি ফিলিস্তিনি এপর্যন্ত নিহত হয়েছেন।
এখনো ধ্বংসস্তূপের নিচে আরও অজস্র মানুষের মৃতদেহ রয়েছে, যা এ হিসাবের বাইরে। ইসরাইলের কঠিন অবরোধের কারণে, খাদ্য, পানি ও ওষুধের অভাবে মারা যাওয়া ফিলিস্তিনিদের সংখ্যাও এরমধ্যে নেই। সেখানকার পরিস্থিতি অবর্ণনীয়।
এরমধ্যে হামাসকে সম্পূর্ণরূপে নির্মুল করতে ও তাদের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরাইল।
সৌদি আরব অবশ্য বিভিন্ন সময় বলেছে, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃশ্যমান পদক্ষেপ এবং ইসরাইল স্বীকৃতি না দিলে সম্পর্ক স্বাভাবিকীকরণ হবে না। রিয়াদ মনে করে, ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার উপেক্ষা করে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা সম্ভব নয়।
ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল-সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অপ্রতিরোধ্য পথ ছাড়া স্বাভাবিকীকরণ অসম্ভব।
যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রয়াসে সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত থেকে সরে আসলে মুসলিম বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে সৌদি আরবের।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: