হোম / আন্তর্জাতিক / বিস্তারিত

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় নিহত ৫২
2 November 2024, 5:33:20

লেবাননের পূর্বাঞ্চলে ইসরায়েলি হামলায় ৫২ জন নিহত হয়েছেন। শুক্রবার এ হামলা চালানো হয় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
এই হামলার জন্য ইসরায়েলি সেনাবাহিনী বাসিন্দাদের সরে যাওয়ার কোনো সতর্কতা জারি করেনি। খবর এএফপির।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বালবেক-হারমেল অঞ্চলে শুক্রবারের হামলায় ৫২ জন নিহত এবং ৭২ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন আমহাজ গ্রামে নিহত হয়েছেন। এছাড়া ইউনিনে নয়জন এবং বেদনায়েলে আটজন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুই হাজার আটশ ৯৭ জন নিহত এবং ১৩ হাজার ১৫০ জন আহত হয়েছেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: