ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

1 August 2024, 11:33:48

হামাসের শীর্ষ নেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়াহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে খামেনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

ইরানের তিনজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে খবরটি প্রকাশ করে মার্কিন গণমাধ্যম। প্রতিবেদনে ‘আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলে হামলার নির্দেশ দিয়েছেন’ বলে উল্লেখ করা হয়েছে।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ওই জরুরি বৈঠকে উপস্থিত তিন কর্মকর্তার মধ্যে দুজন ছিলেন ইসলামিক রেভল্যুশনারি গার্ডের সদস্য।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস প্রধান ইসমাইল হানিয়াহ হত্যাকাণ্ডের পরপরই বুধবার সকালে আয়াতুল্লাহ খামেনির উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। এতে ইসরায়েলে হামলা চালানোর নির্দেশ দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা।

বৈঠকে রেভল্যুশনারি গার্ডের দুই সদস্যসহ তিন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তবে, তারা নাম প্রকাশ করতে চাননি।

খামেনি ইসরায়েলে আক্রমণ এবং প্রতিরক্ষা- এই দুই পরিকল্পনা তৈরি করতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড এবং সেনাবাহিনীর সামরিক কমান্ডারদের নির্দেশ দেন।

এসময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে- এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

এর আগে বুধবার এক বিবৃতিতে ইসমাইল হানিয়াহকে হত্যার জন্য ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেন আয়াতুল্লাহ আলি খামেনি।

তিনি বলেন, “অপরাধী ও সন্ত্রাসী ইহুদিবাদী শাসক আমাদের বাড়িতে আমাদের প্রিয় মেহমানকে শহীদ করেছে। কিন্তু এর মাধ্যমে তারা নিজের জন্য কঠোর শাস্তির ভিত্তি তৈরি করেছে।”

হুঁশিয়ারি উচ্চারণ করে খামেনি আরও বলেন, “এই তিক্ত এবং ভয়াবহ ঘটনা যেহেতু ইরানের ভূখণ্ডে ঘটেছে সে জন্য তার হত্যার প্রতিশোধ নেওয়া আমরা দায়িত্ব বলে মনে করি।”

উল্লেখ, বুধবার প্রকাশিত এক বিবৃতিতে হামাস বলেছে, ইরানের রাজধানী তেহরানে তার বাসভবনে ইসরায়েলি হামলায় হানিয়াহ নিহত হয়েছেন। হামলায় তার দেহরক্ষীও মারা গেছেন।

গোষ্ঠীটির মতে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: