
ইসরায়েলের আর্মি বিশ্বের অন্যতম অপরাধী বাহিনী: জাতিসংঘ

ইসরায়েলি বাহিনীকে বিশ্বের অন্যতম অপরাধী বাহিনী বলে মত দিয়েছেন জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (কমিশন অন ইনকুয়ারি-সিওআই) সদস্য ক্রিস সিডোটি।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অপরাধ তদন্তের প্রতিবেদন উত্থাপনকালে তিনি এ মত দেন। বৃহস্পতিবার এ খবর দিয়েছে আল-জাজিরা।
শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিস সিডোটি গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উভয় পক্ষের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রতিবেদনের ফলাফল উপস্থাপন করেছেন।
ক্রিস সিডোটি এ সময় সাংবাদিকদের বলেন, ‘ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের অন্যতম অপরাধী সেনাবাহিনী। আমি বলতে চাচ্ছি এটি এমন এক সময়ে যখন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কর্তৃক বারবার বলা হয়— ইসরায়েলি বাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক সেনাবাহিনী।’
সিডোটি বলেন, ‘এখন আমার দক্ষতা নেই এবং কর্তৃত্ব নেই নৈতিকতার মূল্যায়ন করতে। হয়ত নেতানিয়াহুর সেটা আছে। তবে আমার যা করার ক্ষমতা আছে তা হলো অপরাধমূলক আচরণের মূল্যায়ন করা এবং আমরা সাম্প্রতিক ঘটনাগুলোর তদন্ত করেছি।’
সাংবাদিকদের উদ্দেশে সিডোটি বলেন, ‘আপনি/আপনারা প্রতিবেদনে তা দেখতে পারেন একমাত্র উপসংহার টানতে পারেন যে, ইসরায়েল সেনাবাহিনী বিশ্বের অন্যতম অপরাধী সেনাবাহিনী।’


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: