ইন্টারনেট
হোম / আন্তর্জাতিক / বিস্তারিত
ADS

কুখ্যাত’ কারাগারের পর এখন আদিয়ালায় ইমরান খান

28 September 2023, 1:57:13

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ইসলামাবাদের কাছে এক কারাগারে গত মঙ্গলবার রাতে স্থানান্তর করা হয়েছে। খবর আল জাজিরার।
এর আগে গত তিন সপ্তাহের বেশি সময় ধরে পাঞ্জাবের কুখ্যাত অ্যাটক কারাগারে বন্দি ছিলেন পিটিআই প্রধান। এরপর মঙ্গলবার রাতে কড়া নিরাপত্তায় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানকে স্থানান্তর করা হয়।

গত মঙ্গলবার দেশটির আদালাত কারা কর্তৃপক্ষকে ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দেন। এদিন ইমরান খানকে আদিয়ালা জেলে স্থানান্তর করতে ১৮টি গাড়ির বহরে ইসলামাবাদ পুলিশের ১৫টি গাড়ির পাশাপাশি দুটি সাঁজোয়া যান ছিল।

ইসলামাবাদ থেকে ৩০ কিলোমিটার দূরে আদিয়ালা কারাগার।

ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত গত ৫ আগস্ট তোশাখানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেন। সেইসঙ্গে জরিমানাও করা হয় ইমরান খানকে। ওইদিনই ইমরান খানকে গ্রেপ্তার করে অ্যাটক কারাগারে নেওয়া হয়।

তবে ইসলামাবাদ হাইকোর্ট গত ২৯ আগস্ট এ মামলায় ইমরান খানের সাজা স্থগিত করেন। তবে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় (সাইফার) ইমরান খানের রিমান্ড চলতে থাকায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: