যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত
যুক্তরাষ্ট্রের ওহাইওর কলম্বাসে পুলিশের গুলিতে ১৬ বছরের এক কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত হয়েছে । কলম্বাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটনা ঘটে।
গেল বছর পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার ঘটনার বিচারের রায়ের ঠিক আগে আরেক কৃষ্ণাঙ্গ নিহত হলো। খবর ইয়াহু নিউজের
পুলিশ বলছে, একটি ছুরিকাঘাতের খবর পেয়ে ঘটনাস্থলে যায় তারা। পরে ঠিক কি কারণে পুলিশ ওই কিশোরীকে গুলি করে তা জানা যায়নি। ঘটনার পরপরই কলম্বাসে কিশোরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ভুক্তভোগীকে একজন কর্মকর্তা গুলি করেছে। গুরুতর অবস্থায় তাকে মাউন্ট কার্মেল ইস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় কেউ আহত হয়নি।
পুলিশ ওই কিশোরীর পরিচয় প্রকাশ করেনি। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে নিহতের পরিবার জানিয়েছে, ১৬ বছর বয়সী কিশোরীর নাম মাকিয়াহ ব্রায়ান্ট।
কলম্বাসের মেয়র অ্যান্ড্রু গিনথার টুইট বার্তায় পুলিশের গুলিতে কিশোরী হত্যার কথা নিশ্চিত করেছেন। তিনি সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: